শুক্রবার থেকে প্রবল বৃষ্টি কিন্তু কোনও পূর্বাভাস ছিল না আবহাওয়া অফিসের কাছে। এতটাই বৃষ্টি হয়েছে যে স্তব্ধ হয়ে গিয়েছে মুম্বইয়ের জনজীবন। এই মরসুমে এখনও এটাই সর্বোচ্চ বৃষ্টি একদিনে। শুক্রবার সাড়ে ৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৫৩ মিলিমিটার। গত ১০ বছরে যাকে রাখা হচ্ছে দ্বিতীয় স্থানে। এই হঠাৎ বৃষ্টিতে রীতিমতো অবাক আবহাওয়া দফতর। কোনও নিম্নচাপও ছিল না। মনে করা হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টিও হতে পারে। সম্প্রতি মেঘ ভাঙা বৃষ্টিতে প্লাবিত হয়েছে হিমাচলের একাংশ। আপাতত বৃষ্টি চলবে মুম্বইয়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুব দ্রুত স্থানীয় মেঘ তৈরি হয়ে সেটা ভেঙে এই বৃষ্টি হয় যা আগাম বোঝা খুবই মুশকিল।