প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে সিনিয়র হাউজ স্টাফদের পর কর্মবিরতি শুরু করল কলেজের ইন্টার্নরা। যদিও হাসপাতালের তরফে এটিকে বহিরাগতদের আন্দোলন বলে ব্যাখ্যা করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। তবে এই আন্দোলনের ফলে হাসপাতালের পরিষেবা ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকমাস ধরেই আন্দোলন চলছে আরজি কর মেডিক্যাল কলেজে। দাবি কলেজের বিভিন্ন ক্ষেত্রের নিরপেক্ষতা। পড়ুয়ারা প্রিন্সিপালের কাছে অভিযোগ জানালে পাল্টা পড়ুয়াদের বাড়িতে চিঠি পাঠিয়ে কলেজের তরফে অভিযোগ জানানো হয়। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে প্রিন্সিপাল ছাত্রদের হুমকী দিচ্ছেন। সিনিয়র, হাউজ স্টাফদের পর এবার ইন্যার্নরাও কর্মবিরতিতে যোগ দিলেন।