বলিউড সিনেমার জনপ্রিয় মুখ তিনি। ঝুলিতে রয়েছে তিনটি জচাতীয় পুরস্কার। হিন্দি সিনেমায় বিশেষ করে মায়ের ভূমিকায় তাঁকে দেখা যেত। শুক্রবার ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাসত্যাগ করলেন অভিনেত্রী সুরেখা সিক্রি। ২০১৮-তে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন একবার। তার পর পক্ষাঘাতে আক্রান্ত হন তিনি। ২০২০-তে ব্রেন স্ট্রোকের পর থেকে ছিলেন চিকিৎসাধীনই। ছিল আরও নানা শারীরিক সমস্যা। অসুস্থ হয়ে পড়ায় কাজ ছিল না দীর্ঘদিন। যে কারণে অর্থাভাবও দেখা দিয়েছিল। সমস্যা হচ্ছিল চিকিৎসার ক্ষেত্রেও। অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন সনু সুদও। কিন্তু শেষ রক্ষা হল না। ফিরতে চেয়েছিলেন অভিনয়ে হল না সেটাও।