প্রয়াত প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়

রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে সেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়। তাঁর সময়ে তিনি খেলেছেন তিন বড় ক্লাবেও। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। খড়দহের রহড়ায় থাকতেন চিন্ময় চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে বাড়িতে ছিলেন তাঁর ছেলে। স্ত্রী রয়েছেন বেঙ্গালুরুতে তাঁর মেয়ের কাছে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ২০১৫-তে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বাংলার গৌরব’ সম্মানে ভূষিত করেছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বিশিষ্ট ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি শোকাহত। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের  অপূরণীয় ক্ষতি হল। আমি  চিন্ময় চ্যাটার্জির আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’