বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এই সঙ্গীত শিল্পী। বেশ কয়েকদিন ধরে বুকে ব্যথায় ভুগছিলেন। টার জন্য হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। বৃহস্পতিবার রাতে ফের বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। পিলু ভট্টাচার্যের প্রয়ানে বাংলার শিল্পী মহলে তৈরি হল অনেকটা ফাঁকা জায়গা। তাঁর ছেলে ঋতর্ষি ভট্টাচার্য বাবার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান। তিনি লেখেন, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার বাবা পিলু ভট্টাচার্য আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করুন।’’ তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বাংলার সংস্কৃতি জগত। তাঁর মৃত্যুর খবর পেয়ে গায়িকা জোজো লেখেন, ‘‘পিলু এটা ঠিক হল না বন্ধু’’।