২০২১ বই মেলার থিম ছিল বাংলাদেশ। কিন্তু কোভিডের কারণে শেষ পর্যন্ত আর গত বই মেলা করা সম্ভব হয়নি। এবার ইতিমধ্যেই ২০২২ বই মেলার দিন ঘোষণা হয়েছে। ৩১ জানুয়ারি থেকে যে বই মেলা শুরু হবে আগেই তা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার গিলডের মিটিং শেষে জানান হল দু’সপ্তাহ চলবে মেলা। শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। পালিত হবে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরও পালন হবে। এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ এবং ভারতের স্বাধীনতার ৭৫ বছরও পালিত হবে। বই মেলায় ঘুরতে লাগবে কোভিড টিকার খবর খোঁজ সঙ্গে মানতে হবে কোভিড বিধি।