ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল দুই বন্ধুর। বর্ধমানের ভাতার এলাকার ঘটনা। মেলা থেকে বাইকে করে ফিরছিলেন দুই যুবক। তখনই তাঁদের বাইকে ধাক্কা মারে একটি ট্রাক্টর। আর তাতেই মৃত্যু হয় দু’জনের। দু’জনেই জনমজুরের কাজ করতেন। একজন জয়ন্ত মাঝি বয়স ২৩ ও আর একজন বিশ্বনাথ বাগ বয়স ২২। থাকতেন ভাতারের নুরপুর গ্রামের একই পাড়ায়। তাঁদের বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক্টরটির। তখন প্রায় মাঝরাত। সেই সময় অনেকেই ফিরছিলেন সেই পথে। তাঁরাই দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।