মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৫ জন শিক্ষিকা। তাঁদের বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্কুল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকও করেন। যে ৫ জন আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা সকলেই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্য। চুক্তিভিত্তিক শিক্ষিকা তাঁরা। চাকরির স্থায়ীকরণসহ একাধিক দাবিতে তাদের বিক্ষোভ চলছে। জানা যাচ্ছে নবান্নের সামনেও বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। তার পরই ১৬ জনকে বদলি করার নির্দেশ দেওয়া হয়। তাঁদের মধ্যেই ছিলেন এই ৫ জন। অভিযোগ বাড়ি থেকে ৬০০-৭০০ কিলোমিটার দূরে দূরে বদলি করা হয়েছে তাঁদের। এদিন তার প্রতিবাদেই বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিলেন তাঁরা। তখনই বিষ খাওয়ার ঘটনা ঘটে। এ দিন সন্ধ্যায় ঘটনাস্থলে যায় ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল। তাঁরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।