দুটো নৌকো মিলে প্রায় ২০০-র কাছাকাছি যাত্রী ছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্র। অসমের জোরহাটে এদিন মাঝ নদীতে দুটো নৌকোর মুখোমুখি সংঘর্ষ হয়। গুয়াহাটি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে ঘটে এই ঘটনা বিকেল ৪টে নাগাদ নিমাতি ঘাট এলাকায়। একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ৩০ জন নিখোঁজ। এর মধ্যে একটি ছিল সরকারি বোট। যেটা মাদুলি থেকে নিমাতির দিকে যাচ্ছিল। সেখানে ১২০ জনের মতো যাত্রী ছিলেন। অন্য বোটটি ঠিক উল্টোদিকে যাচ্ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে সংঘর্ষের পর দুটো বোটই ডুবে যায়। অনেকেই জলে ঝাঁপিয়ে পড়েন। কেউ কেউ বোট ধরেই বাঁচার চেষ্টা করেন। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।