বঙ্গ ক্রিকেটে এক সঙ্গে অনেকে করোনা আক্রান্ত হলেন। তাঁদের মধ্যে অন্যতম বাংলা ক্রিকেট দলের সহকারি কোচ সৌরাশিস লাহিড়ী। তালিকাটা বেশ দীর্ঘ। ক্রিকেটার ও স্টাফ মিলিয়ে মোট ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, কাজি জুনেইদ সইফের মতো নাম। সামনেই রঞ্জি ট্রফি। আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে রঞ্জি ট্রফি। তার আগে বাংলা শিবিরে এতজন একসঙ্গে করোনা আক্রান্ত হয়ে পড়ায় প্রস্তুতি বরসর ধাক্কা থাবে। ১৩ জানুয়ারিই রয়েছে বাংলার প্রথম খেলা ত্রিপুরার বিরুদ্ধে। এবার প্রশ্ন এই পরিস্থিতিতে আদৌ টুর্নামেন্ট হবে কিনা। আগেই বন্ধ করা হয়েছে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি।