সপ্তমীর বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বারাসতে। চকোলেট বোমা ফাটাতে গিয়ে মৃত্যু হল ৫ বছরের এক শিশুর। কৌটোর মধ্যে রাখা ছিল বোমাটি। সেটাই ফাটাতে গিয়েছিল শিশুটি। বোমা ফেটে কৌটোর টিনের টুকরো গিয়ে লাগে গলায়। তাতেই মৃত্যু হয় তার। বারাসতের ২৯ নম্বর ওয়ার্ডের বড়পোল এলাকার ঘটনা। শিশুটির নাম সায়ন সেন। এক সঙ্গে অনেক বাচ্চাই সেখানে জড়ো হয়ে বাজি ফাটাচ্ছিল। বড়রা বারণ করলেও শোনেনি তারা। রক্তক্ষরণের জন্যই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বারাসত থানা ঘটার তদন্ত শুরু করেছে। শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছে তাও কী করে তা ফাটানো হচ্ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।