লাথি মেরে বাড়ির দরজা ভেঙে বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতার করল মুচিপাড়া থানার পুলিশ। ক্লাব ভাঙচুর এবং শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মুচিপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূলও। শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সজলের বাড়িতে দরজা ভেঙে ঢোকে পুলিশ। সজলের বাবা প্রদীপ ঘোষ প্রাক্তন তৃণমূল নেতা। পরে তিনি বিজেপিতে যোগ দেন। সজলও বিধানসভা ভোটের আগে বিজেপিতে আসেন। তাঁকে যখন দরজা ভেঙে পাকড়াও করে বাড়ির পাশের মুচিপাড়া থানায় নিয়ে যাওয়া হচ্ছে, তিনি তখন ‘বীরপুরুষ’, ‘পুলিশ বীরপুরুষ আমার দরজা ভেঙে ফেলল’ বলছিলেন।