সকাল হতেই আবারও কলকাতার রাস্তায় দুর্ঘটনা। তাতে মৃত্যু হল এক জনের। ৪ জন গুরুতর আহত। সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাটি ঘটে বৈষ্ণবঘাটা-পাটুলি এলাকায়। বাঘাযতীন উড়ালপুলের দিকে থেকে আসা গাড়িটির গতি খুব বেশি ছিল। সেই গতিতেই দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। গাড়িতে ছিল ৫ জন। স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। মনে করা হচ্ছে তিনিই গাড়ি চালাচ্ছিলেন। জানা গিয়েছে সকলেই ডায়মন্ডহারবারের বাসিন্দা। তদন্তে নেমেছে পুলিশ।