কলকাতায় আবার বাড়ি ভাঙার ঘটনা ঘটল। এই নিয়ে পর পরি তৃতীয়বার। এদিন নারকেলডাঙার ক্যানাল ইস্ট রোডের একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। সেখানে কাজ চলছিল। সেই সময়উ ছাদের একাংশ ভেঙে পড়ে। তাতেই এক যুবকের মৃত্যু হয়েছে। আহত আরও ২ জন। বহুদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বাড়িটি। মনে করা হচ্ছে মালিকানা হস্তান্তর হওয়ার পরই তা সারাইয়ের কাজ শুরু হয়। ভাঙা হচ্ছিল বাড়ির একাংশ। সেখানেই কাজ করছিলেন মৃত ও আহত যুবকরা। বাড়ির একাংশ একটি কারখানার ভিতরে ছিল। সেটাই ভাঙা হচ্ছিল বলে জানা গিয়েছে। স্থানীয়রাই ধ্বংসস্তুপের ভিতর থেকে আহতদের বের করে হাসপাতালে নিয়ে যান।