গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি পদত্যাগ করলেন। আগামী বছরের শুরুতেই বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর রাজ্যে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রুপানিকে নিয়ে চতুর্থ বিজেপি মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করলেন সাম্প্রতিক সময়ে। এর আগে একই পথে হেঁটেছেন ইয়েদুরাপ্পা, ত্রীবেন্দ্র রা ওয়াত, তীরথ সিং রাওয়াত। গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রাঞ্ছোরভাই চানাভাই ফালদু বলেই আপতত বিশ্বস্ত সূত্রের খবর। পদত্যাগের কথা ঘোষণা করে রুহানি বলেন, “গুজরাতের উন্নতি এবার প্রধানমন্ত্রীর দেখানো পথে নতুন নেতার হাত ধরে হবে।”