এমনটাই ঘটেছে ইএম বাইপাসে। ভোর তখন সাড়ে ৬টা বাজে। স্থানীয় বাসিন্দারা তখনও ঘুমের দেশে। কিন্তু হইচইয়ে ঘুম ভেঙে যায় সবার। জানতে পারেন এলাকায় বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ঝুলছে একজনের দেহ। খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয়রা। সেই দৃশ্য দেখে তো সবাই অবাক। এভাবে বিজ্ঞাপনের হোর্ডিং থেকে দেহ ঝুলে থাকার কথা এর আগে কখনও তেমনভাবে শোনা যায়নি। খবর পেয়ে প্রগতি ময়দান থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ব্যক্তির গলায় জড়ানো ছিল সুতির ওড়না। দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। অনুমান আত্মহত্যার। তবে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। খুনের তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।