৯ বছরের সম্পর্কে ইতি টানলেন ক্রিকেটার শিখর ধাওয়ান ও তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়। ইনস্টাগ্রামে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছেন, স্বয়ং আয়েশাই। ২০১২-তে মেলবোর্নে বিয়ে করেছিলেন দু’জনে। আয়েশা অস্ট্রেলিয়াতেই থাকেন বিয়ের আগে থেকেই। বিয়ের পরে কখনও ভারতে তো কখনও অস্ট্রেলিয়ায় থাকতেন। বেশ কয়েক বছর ধরে তাঁকে বিশেষ ভারতে দেখা যায়নি বা ধাওয়ানের সোশ্যাল মিডিয়া পোস্টে স্ত্রীর সঙ্গে বিশেষ কোনও মুহূর্ত শেয়ার করতে দেখা যায়নি। তবে তা যে বিচ্ছেদের পর্যায়ে পৌঁছে যাবে তা হয়তো কেউ ভাবেননি। আয়েশার এই নিয়ে দ্বিতীয় বিয়ে ভাঙল। তিনি নিজেই লিখেছেন, দ্বিতীয়বার বিয়ে ভাঙার পর আর বিচ্ছেদকে খারাপ শব্দ মনে হয় না। ধাওয়ানের তরফে এখনও কিছু জানানো হয়েনি এই বিষয়ে।
View this post on Instagram