বিবিসি-র দিল্লি-মুম্বই অফিসে আয়কর হানা চলছেই

গত তিন ধরে দিল্লির বিবিসি অফিসে আয়করহানা চলছে। যার ফলে গত দু’দিন ধরে বিবিসি-র ১০ জন কর্মী বাড়ি ফেরেননি। ২০০২-এর গুজরাত দাঙ্গা নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিল বিবিসি। যার নাম ‘‘ইন্ডিয়া : দ্য মোদী কোশ্চেন’’। সেই তথ্যচিত্র প্রকাশিত হওয়ার পর থেকেই নড়েচড়ে বসে বিজেপি সরকার। তার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় ভারতে। মনে করা হচ্ছে সেই রেশ ধরেই এই আয়কর হানা। তবে বিবিসির সম্প্রচার যাতে কোনও ভাবে বন্ধ হয়ে না যায় সে কারণে টানা অফিসেই থেকে গিয়েছেন কয়েকজন। বাকিরা বাড়ি থেকে কাজ করছেন।