যাত্রীবাহী বিমান ওড়ার প্রস্তুতিই নিচ্ছিল কিন্তু তার আগেই ভিতরে নজরে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের ভিতর। আবিষ্কার হয় বিমানের ভিতর রয়েছে সাপ। ভাগ্যিস বিমান উড়ে যাওয়ার পর সাপের দেখা মেলেনি তাহলে ভয়ঙ্কর কোনও কাণ্ড ঘটতে পারত। তবে শেষ পর্যন্ত দমদম থেকে মুম্বইগামী সন্ধে সাড়ে ৭টার সেই ইন্ডিগো বিমানের যাত্রীদের অন্য বিমানে গন্তব্যের উদ্দেশে রওনা করানো হয়। রায়পুর থেকে দমদম হয়ে মুম্বই যাচ্ছিল যাওয়ার কথা ছিল বিমানটির। কার্গোতে ঘাপটি মেরে বসে ছিল সাপ। কর্মীরাই দেখতে পান। দীর্ঘদিন ধরেই অনেক বিমান পড়ে রয়েছে। চলাচল কমের কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিখ্যাত হলিউড সিনেমা ‘স্নেক অন আ প্লেন’ যে বাস্তবেও ঘটতে পারে তা কে জানত।