ভারতীয় ক্রিকেটকে গর্বিত করেছেন ওঁরা। অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ ইংল্যান্ডকে উড়িয়ে ভারতের পতাকা উড়িয়েছেন। যা ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে নজির। এই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট দল কোনও আইসিসি ট্রফি জিতল। শাফালি ভর্মার নেতৃত্বে এই জয় লেখা থাকবে ইতিহাসে। তাঁরা দেশে ফিরলে যে সম্বর্ধনার জোয়াড়ে ভাসবেন সেটাই স্বাভাবিক। তবে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে দেশের কৃতিদের সম্বর্ধনা দেওয়ানো হবে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের হাত দিয়ে। যা গোটা দলকে বাড়তি অনু্প্রেরণা জোগাবে নিশ্চিত। বুধবার সন্ধে ৬.৩০-এ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সম্বর্ধনা দেওয়া হবে গোটা দলকে। মঙ্গলবার মুম্বই পৌঁছবে দল।