মঙ্গলবার থেকেই শহরজুড়ে প্রবল বৃষ্টি চলছে। কলকাতার অনেকাংশেই জমেছে জল। শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি। তার মধ্যেই গিরিশপার্কে ভেঙে পড়ল পুরনো বাড়ির একটি অংশ। ২০ নম্বর কৈশাল কবিরাজ লেনের একটি বাড়ির বারান্দার একটা অংশ ভেঙে পড়ে। বাড়িটি তিনতলা। তাতে আহতও হয়েছেন এক ব্যাক্তি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এখন সেখানেই তাঁর চিকিৎসা চলছে। আহত ব্যক্তি ওই বাড়িরই বাসিন্দা কিনা জানা যায়নি। উত্তর কলকাতার চাপা গলিতে বাড়ির একাংশ ভেঙে পড়ায় আটকে যায় রাস্তা। দু’প্রান্তে আটকে পড়ের মানুষ। শেষ পর্যন্ত দমকল এসে রাস্তা পরিষ্কার করেন।