বেশ কয়েকদিন ধরেই দিল্লির তাপমাত্রা ৪০ ডিগ্রির উপর ঘোরাফেরা করছিল। বুধবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশিতে পৌঁছে গিয়েছিল। এই অবস্থায় পুড়ছিল দিল্লি ও সংলগ্ন অঞ্চল। গুরগাঁও, নয়ডায়ও মানুষে গরমে নাস্তানাবুদ হচ্ছিল। দিল্লিতে বর্ষা আসতে এখনও এক সপ্তাহ দেড়ি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তার মধ্যেই শুক্রবার বিকেলে দিল্লির বেশ কিছু অংশে হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি এল। যার ফলে তাপমাত্রাও খানিকটা কমেছে বলে জানানো হয়েছে। দিনের শুরুতে আবহাওয়া দফতর জানিয়েছিল, হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা। কিন্তু তাতে গরম সমস্যা এখনই মিটছে না বলেও জানানো হয়েছিল।
#WATCH Rain in parts of Delhi brings relief from soaring temperature
Visuals from Chanakyapuri pic.twitter.com/xN3D5tQXTJ
— ANI (@ANI) July 2, 2021