ভারতীয় দলে প্রসিধ কৃষ্ণা

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ভারতীয় ক্রিকেট দল মুখ থুবড়ে পড়ার পর যে চতুর্থ টেস্টে দলে পরিবর্তন আস‌বে তা স্বাভাবিকই ছিল। তবে বাদের তালিকায় কোন কোনও বড় নাম জায়গা করে নেবে সেটাই বড় প্রশ্ন। এর মধ্যেই চতুর্থ টেস্টের দলে প্রসিধ কৃষ্ণাকে যুক্ত করে সেই বার্তা দিয়ে দিয়েছে টিম ম্যান‌েজমেন্ট। হারতে হলে পরীক্ষা-নিরিক্ষা করেই হারা ভাল। বৃহস্পতিবার ওভারে চতুর্থ টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড ও ভারত। প্রসিধকে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছিল। দলের সঙ্গেই ছিলেন তিনি। প্রসিধ দলে আসায় ভারতীয় দলে এই মুহূর্তে ৭ জন ফাস্ট বোলার রয়েছেন। বাকি জসপ্রিত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, শার্দূল ঠাকুর ও মহম্মদ সিরাজ। এদিকে বাদ পড়তে পারেন অজিঙ্ক রাহানে। বাদের তালিকায় থাকতে পারেন রবীন্দ্র জাডেজা, ইশান্ত শর্মাও।