আমেরিকায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ দুটো টি২০ ম্যাচ হওয়ার কথা ফ্লোরিডায়। আগামী ৬ ও ৭ অগস্ট পর পর দুটো ম্যাচ সেখানে হওয়ার কথা থাকলেও দেখা দিয়েছে জটিলতা। এখনও দুই দলের ক্রিকেটাররা আমেরিকার ভিসা পাননি। প্লেয়াররা ভিসা না পেলে আমেরিকায় খেলা হওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে বাকি দুটো ম্যাচ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই করার কথা ভাবছে সে দেশের আয়োজকরা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে দ্রুত ভিসার চেষ্টা করা হচ্ছে। কিন্তু একান্তই না হলে সে দেশেই হবে শেষ দুটো টি২০ ম্যাচ বলে জানানো হয়েছে।