এটা নতুন কোনও ঘটনা নয়। সম্প্রতি এমন ঘটনা কলকাতা শহর তথা শহরতলীতে একাধিকবার শোনা গিয়েছে। তারা ধরাও পড়েছে কিন্তু ভুয়ো আধিকারিক সেজে মানুষকে বোকা বানানো এখনও পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। এদিন আবার ধরা পড়লেন ভুয়ো পুলিশ অফিসার। হেলমেট না থাকায় ট্র্যাফিক পুলিশ তাঁকে ধরে তখন তিনি নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দেন। দেখান ভুয়ো পরিচয়পত্রও। আর তাতেই সামনে চলে আসে তাঁর মিথ্যে। পুলিশ জানিয়েছে, টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে তারা একটি বাইককে ধরে হেলমেট না থাকায়। সে জানায় তাঁর নাম রাজীব চক্রবর্তী, কলকাতা পুলিশের অ্যাসিস্টেন্ট সাব ইনস্পেক্টর। গ্রেফতার হয়েছে এই ব্যক্তি। জানা গিয়েছে, সে বরাহনগরের বাসিন্দা। ভুয়ো পরিচয়ে সে কী কী কুকর্ম করত তার খোঁজ নেওয়া হচ্ছে।