অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন উন্মুক্ত চাঁদ। সাড়া জাগিয়ে ভারতীয় দলের জার্সি গায়ে পরেছিলেন। বিশ্বকাপ জয়ের পড়ে তাঁকে নিয়ে উন্মাদনার শেষ ছিল না। কিন্তু তার পরটা খুবই কঠিন। এই প্রতিযোগিতার যুগে সেই পর্যায়ে উত্তীর্ণ হতে পারেননি উন্মুক্ত চাঁদ। তাই মাত্র ২৮ বছর বয়সেই খুলে রাখলেন ভারতীয় দলের জার্সি। এদিন টুইট করে সে কথা জানান প্রতিভাবাণ এই ক্রিকেটার। তার দীর্ঘ লেখায় বার বার ফুটে উঠেছে যন্ত্রণার কথা। ক্রিকেট ছাড়া তাঁর জন্য সহজ নয়। কিন্তু ভবিষ্যতের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে সেটা কী তা জানাননি। অনেকেই মনে করছেন, বিদেশী লিগে খেলাটাই হয়তো তাঁর লক্ষ্য কারণ জাতীয় সিনিয়র দলের স্বপ্ন তিনি আর দেখছেন না।
T1- On to the next innings of my life #JaiHind🇮🇳 pic.twitter.com/fEEJ9xOdlt
— Unmukt Chand (@UnmuktChand9) August 13, 2021