তাঁর গানেই একটা প্রজন্ম অসমের সংস্কৃতিকে চিনেছিল। তিনি জুবিন গর্গ। বুধবার অসমেরই ডিবরুগড়ে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে তাঁরে এয়ার অ্যাম্বুলেন্সে করে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। যা খবর, একটি রিসর্টের ওয়াশরুমে পড়ে গিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা তাঁর সিটি স্ক্যান করেন। মাথায় সেলাইও পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, প্রয়োজন হলে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজ্যের বাইরেও নিয়ে যাওয়া যেতে পারে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুরো বিষয়টির দিকে নজর রাখছেন।