মুনমুন সেনের বালিগঞ্জের বাড়িতে দুষ্কৃতিহানা

শনিবার প্রায় মাঝরাত। হঠাৎই অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মুনমুন সেনের বাড়িতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতি। ঘড়ির কাটায় তখন সময় রাত ১১টা। দুষ্কৃতি দলে ছিলেন ১০-১৫ জন। তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন মুনমুন সেনের বাড়ির কর্মীরা। কিন্তু সে বাধা তারা মানেনি। বরং উল্টে গালিগালাজ কতরতে শুরু করে। মারধরও করা হয়, ছিঁড়ে দেওয়া হয় জামাকাপড়। আহত তিন জনের নাম জানা যাচ্ছে কার্তিক, বুদ্ধ ও শঙ্কর। সেই সময় বাড়িতেই ছিলেন অভিনেত্রী। তিনি সঙ্গে সঙ্গেই বালিগঞ্জ থানায় ফোন করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। জানার চেষ্টা করা হচ্ছে কেন এই হামলা।