ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুরে। সেখানে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম প্রভাত মণ্ডল। ২৩ বছরের প্রভাত হরিশচন্দ্রপুরের বাসিন্দা। ভিন রাজ্যে শ্রমিকের কাজ করলেও করোনার কারণে মালদহের বাড়িতেই ছিলেন তিনি। পরিবার জানিয়েছে, সারাক্ষণ মোবাইলে গেম খেলতেন তিনি। শনিবার রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান প্রভাত। রাতে আর বাড়ি ফেরেনি। রবিবার পরিবারের কাছে খবর যায় তাঁকে মারধর করা হয়েছে। তাঁকে ১৫ হাজার টাকা দিয়ে উদ্ধার করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। শুধু সন্দেহের কারণে আবারও রাজ্যে একজনের গনপিটুনিতে মৃত্যু হল।