আগামী ৫ বছরের জন্য মুম্বই সিটি এফসি থেকে এটিকে মোহনবাগানে সই করলেন হুগো বৌমাস। দু’দিন আগে কলকাতার ক্লাব সই করিয়েছিল আশুতোষ মেহতাকে। আর এদিন দলে তুলে নেওয়া হল হুগোকে, যিনি চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন। ২০১৯-২০ মরসুমের আইএসএল-এর সেরা খেলোয়াড়ও ছিলেন এই বিদেশি। নতুন দলে সই করে হুগো জানিয়েছেন, ‘‘ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা শুনেছিলাম। সেখানকারই সফলক্লাব এটিকে মোহনবাগানের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। শুনেছি যুবভারতীতে দলে লক্ষ লক্ষ সমর্থকের সামনে খেলার মজাই আলাদা। সেই মুহূর্তের জন্য মুখিয়ে রয়েছি। আমার লক্ষ্য এএফসি কাপ ও ইন্ডিয়ান সুপার লিগ জেতা।’’