ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন সৃঞ্জয় বসু। শুক্রবার তাঁর পদত্যাগ গ্রহনের পাশাপাশি সহ-সচিব ও প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়কে সেই দায়িত্ব তুলে দেওয়া হল। নির্বাচনের আগে পর্যন্ত তিনিই সচিবের দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। এদিকে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের জায়গায় ক্লাবের নতুন সহ-সভাপতি হলেন সৌমিক বোস। এটিকে মোহনবাগান ক্লাবের ডিরেক্টরও হলেন তিনি কারণ সেই জায়গা থেকেও সরে দাঁড়িয়েছেন সৃঞ্জয়। এদিন ঘোষণা হল নির্বাচনী বোর্ডের নামও। চেয়ারম্যান করা হয়েছে বিচারপতি অসীম রায়কে। আর রয়েছেন অ্যাডভোকেট বিশ্বব্রত বসু মল্লিক। প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায়। সৌরেন্দ্র কুমার দত্ত ও সোমা দাস।