ময়দানে সন্ধ্যায় চলল গুলি, অভিযুক্তেরা অধরা

রবিসন্ধ্যায় ময়দান এলাকায় শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল দুই মোটরবাইক আরোহীর বিরুদ্ধে। এ দিন রেড রোড এলাকায় শূন্যে গুলি চালান দু’জন। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে অভিযুক্তরা এখনও অধরা। ঘটনার তদন্তে নেমে ওই বাইক আরোহীদের খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ। পঞ্চমীর দিনে খাস কলকাতার বুকে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এই ঘটনার তদন্তে নেমেছে ময়দান থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশিও শুরু হয়েছে।