দোল বা হোলি মানেই রঙের খেলা। আর তার উচ্ছ্বাসেই অনেক খারাপ ঘটনাও ঘটে যায় প্রতিবার। সবটা সব সময় প্রশাসনের নিয়ন্ত্রণে থাকে না। এবার যাতে কড়া হাতে সেই সব সমস্যা সামলানো যায় সেদিকেই নজর দিচ্ছে প্রশাসন। বাংলায় দোলই বেশি গুরুত্বপূর্ণ হওয়ায় এতদিন শুধু দোলের দিনেই বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হত। তবে এবার হোলির দিনকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার মঙ্গল ও বুধবার মানে দোল ও হোলি দু’দিনই সমান সংখ্যক পুলিশ থাকবে শহরের রাস্তায়। সব থানা ও ট্র্যাফিক কন্ট্রোলকে তেমনই বার্তা দেওয়া হয়েছে। বিশেষ নজর রাখা হবে বাইক, স্কুটারের দিকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে বা হেলমেট না ব্যবহার করলে এমনকি এক বাইকে তিনজন চড়লেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।