রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রায় হারতে বসা ম্যাচ ৪ উইকেটে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অন্য ম্যাচের মতো শুরুটা হয়নি রাজস্থানের। মাত্র ৪ রান করে আউট হন যশস্বী জায়সবাল। আগের ম্যাচের ছন্দে ছিলেন না জস বাটলারও। দ্রুত রান না উঠলেও দেবদত্ত পাড়িক্কলের সঙ্গে জুটি বাঁধেন তিনি। দু’জনে মিলে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৩৭ রান করে হর্ষল পটেলের বলে আউট হন পাড়িক্কল। রান পাননি অধিনায়ক সঞ্জু স্যামসন।