রাজারহাটে ভুয়ো কলসেন্টারের পর্দা ফাঁস

রাজারহাটে ভুয়ো কলসেন্টারের হদিশ পেল সিআইডি। আর সেখান থেকে গ্রেফতার হলেন ১২ জন।  ঝাঁচকচকে অফিসে কলসেন্টারের নামেই চলত সহজে ঋণ দেওয়ার ফাঁদ। এমনিতে স্বাভাবিক পথে ঋণ পেতে নানা হ্যাপা। ব্যাঙ্কের নানা চাহিদা। তার সুৎওগই নেয় এই সব ভুয়ো ঋণ দেওয়া সংস্থাগুলো। সিআইডি ও সাইবার ক্রাইম বিভাগে তৎপড়তায় ফাঁস হল ভুয়ো কলসেন্টারের কারসাজি। বেশ কয়েকদিন ধরে ঋণ পাইয়ে দেওয়ার ফোন আসছিল সাধারণের কাছে। তাতে অনেকেই পা দেন। প্রতারিত হয়ে পুলিশের দ্বারস্ত হন অনেকেই। তার পরই শুক্রবার ধরা পড়ে সেই চক্র। এই চক্রের মূল কারিগর কৌশিক পট্টনায়েক, ঈশ্বরচাঁদ দাস, স্বপন শীল ও বাপ্পা কোলে। পাওয়া গিয়েছে ৪০টি মোবাইল ফোন।