৮টা বাজতেই সতর্ক প্রশাসন, ঝপাঝপ বন্ধ করানো হচ্ছে দোকান-পাট। একদম কড়াবার্তা আর এক মুহূর্তও খুলে রাখা যাবে না দোকান। সন্ধেবেলায় রীতিমতো শুনশান গোটা শহর, শহরতলী। হঠাৎ এই তৎপড়তার কারণ রাজ্যে বেড়ে যাওয়া কোভিড সংক্রমণ ও মৃত্যু। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০১ জন। তুলনায় অনেকটাই কমেছে কিন্তু যে কলকাতা এতদিন তিন-চারে ব্যাট করছিল রবিবার আবার তিনি উঠে এসেছেন শীর্ষে। ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৯২। রাজ্যে বেড়েছে মৃত্যু। শনিবার ছিল ৮, এদিন তা বেড়ে হয়েছে ১১। দ্বিতীয়স্থানে পূর্ব মেদিনীপুর। তার পর দার্জিলিং, উত্তর ২৪ পরগনা।