পুজোর পর দুম করে বাড়তে শুরু করেছিল রাজ্যের কোভিড সংক্রমণ। গত ১০ দিনে ৪৫০ থেকে তা পৌঁছে গিয়েছিল ১০০০-এর কাছাকাছি। এদিন তা কিছুটা কমল। ২৪ ঘণ্টায় এদিন রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮০৫ জন। রবিবারের থেকে যা ১০০-র বেশি কমেছে। যদিও তাতে স্বস্তির কিছু নেই। কারণ পজিটিভিটি রেট ২.৭৭ শতাংশ এখনও। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখনও দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে সেই কলকাতাই। ২২৯ জন আক্রান্ত হয়েছেন কলকাতায়। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১৪২ জন। দুই জেলাতেই সামান্য কমেছে সংক্রমণ। তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনা, আক্রান্ত ৬৯ জন। এদিকে উত্তরবঙ্গ অনেকটাই কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।