স্বস্তি দিয়ে অনেকটাই কমল কলকাতার কোভিড আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরে কলকাতা শহরে লাফিয়ে বাড়ছিল সংক্রমণ। এদিন অনেকটাই স্বস্তি দিল সেই সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কলকাতার পাশাপাশি রাজ্যের কোভিড সংক্রমণও নিম্নমুখি। এদিন রাজ্যে আক্রান্ত হয়েছেন ৬৫০ জন। কমেছে মৃত্যুও। এদিন করোনার বলি ৬ জন। এদিন আবার আক্রান্তের নিরিখে শীর্ষে পৌঁছে গিয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৮৮ জন। কলকাতায় আক্রান্ত ৮৭ জন। এর পর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, আক্রান্ত ৫৯ জন। চতুর্থ স্থানে থাকা নদিয়ায় আক্রাম্ত ৪৮ জন। একদিনের সুস্থ হয়েছেন ৬৮৩ জন।