সামনেই উৎসবের মরসুম। তার মধ্যে গত তিনদিন ধরে ক্রমশ ঊর্ধ্বমুখী ছিল রাজ্যের কোভডি গ্রাফ। আক্রান্ত থেকে মৃত্যু সব নিয়েই নতুন করে চিন্তার ভাজ তৈরি হচ্ছিল প্রশাসনের কপালে। তবে শনিবার কিছুটা স্বস্তি দিল। মৃত্যুর পরিসংখ্যান। যদিও আক্রান্তের গ্রাফ এখনও ঊর্ধ্বমুখীই। এই নিয়ে পর পর চারদিন। তার সঙ্গে কমেছে সুস্থতার হারও। সব মিয়ে স্বস্তির থেকে সংশয়ই বেশি। গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৬১ জন। মৃত্যু হয়েছে ৯ জের। এখনও আক্রান্তের শীর্ষে কলকাতা। সেখানে ১৪৯ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, সেখানে আক্রান্ত ১২৪ জন। এদিন সুস্থ হয়েছেন ৭৪৩ জন।