সামান্য হলেও রাজ্যে কমল দৈনিক সংক্রমণ। এদিন রাজ্যে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭০১ জন। যদিও এটা নিয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু দেখছেন না বিশেষজ্ঞরা। কারণ এই সংখ্যা কখনও বাড়ছে তো কখনও কমছে। এখনও স্বস্তির পর্যায়ে পৌঁছয়নি রাজ্যের কোভিড পরিস্থিতি। তার মধ্যে গত কয়েকদিনে কোভিডে মৃত্যুর সংখ্যা যেভাবে এক অঙ্কের সংখ্যায় পৌঁছে গিয়েছিল এদিন তা আবার দু’অঙ্কের ঘরে চলে গিয়েছে। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। উত্তর ২৪ পরগনায় এদিন আক্রান্ত হয়েছেন ৯৩ জন। তার পরই রয়েছে দার্জিলিং। তৃতীয় স্থানে কলকাতা।