রাজ্যে কোভিড পরিস্থিতি ক্রমশ ভালর দিকে। এদিন ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হলেন ১,৩৯১ জন। কমেছে মৃত্যুও। শুক্রবার ২৩ জনের মৃত্যু হয়েছিল। এদিন তা কমে দাঁড়াল ২১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছন ১,৮১৯ জন। এখনও আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। তবে চিন্তা বাড়িয়ে উত্তর ২৪ পরগনার পাশে জায়গা করে নিয়েছে পশ্চিম মেদিনীপুর। দুই জেলাতেই আক্রান্ত ১৪২ জন করে। পাহাড়কে এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। দ্বিতীয় স্থানে রয়েছে দার্জিলিং। সেখানে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। কলকাতা সে দিক থেকে আশা জাগাচ্ছে। এদিন আক্রান্ত হয়েছেন ১২৮ জন।