আবার বাড়ল রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা। চেষ্টার কোনও ত্রুটি নেই তাও রাজ্যের কোভিড পরিস্থিতি পুরোপুরি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। পর পর বেশ কিছুদিন আবার ঊর্ধ্বমুখি রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭০০ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। মৃত্যু কিছু কমেছে। সুস্থ হয়েছে ৭০৭ জন। চিন্তায় রাখছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার কোভিড পরিস্থিতি। যথাক্রমে সেখানে আক্রান্ত ১২৯ ও ১১৫ জন। অক্টোবরেই তৃতীয় ঢেউ আসার কথা। তার আগে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে নতুন করে সমস্যা বাড়বে।