রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৭২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডে আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৬ হাজার ৮৬৫ জন। সোমবার রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে মোট ২৭ হাজার ২৭৫ জনের। এই হিসেবে এ দিন সংক্রমণের হার বেড়ে হয়েছে ২.৭৪। কোভিড পরীক্ষার কত শতাংশ পজিটিভ, তা বোঝা যায় এই সংক্রমণ হার থেকে। প্রসঙ্গত, এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাজ্যে দৈনিক কোভিড পরীক্ষা ২৭ হাজার মতো হয়েছিল। ওই দিন আক্রান্তের সংখ্যা ছিল ৫০৬। আর সংক্রমণের হার ছিল ২.৭৮ শতাংশ।