রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৭২ জন। কলকাতায় আক্রান্ত ৮৯ জন এবং উত্তর ২৪ পরগনায় ৮৮ জন। রাজ্যের আরও কোনও জেলায় দৈনিক আক্রান্ত একশোর কাছাকাছি নয়। তবে শুক্রবারের তুলনায় নতুন সংক্রমণ সামান্য বাড়ল দক্ষিণ ২৪ পরগনায়। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ২৫ জনের। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন ছ’জন। দক্ষিণ ২৪ পরগনায় চার জন এবং উত্তর ২৪ পরগনায় দু’জন। শনিবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন ১ হাজার ৩৪৭ জন। সংক্রমণের হার কমে হল ১.৬৫ শতাংশ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে হল ১৩ হাজার ৪৮৪।