রাজ্যে ফের নতুন করে ৭৪৪ জন করোনা আক্রান্ত

রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৭৪৪ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। কলকাতায় ১৩০ জন বাসিন্দার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। উত্তর ২৪ পরগনায় আরও ১২৪ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৫৮, নদিয়ায় ৫৭, দার্জিলিং এবং হাওড়ায় ৫২ জন করে বাসিন্দার মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। হুগলিতে আরও ৫১ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সেই সঙ্গে, রাজ্যের প্রায় প্রতিটি জেলায় কমবেশি সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৫ লক্ষ ৬৪ হাজার ৮৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১৮ হাজার ৭১৬।