আগামী ১৫ জুলাই পর্যন্ত আবার কড়া হল রাজ্য সরকার। সাময়িক যা ছাড় দেওয়া হয়েছিল তাতেই আবার রাজ্যের করোনাগ্রাফ ঊর্ধ্বমুখি। তাই আবার শক্ত হাতে তা প্রতিরোধ করতে নেমে পড়ল রাজ্য। কনটেইনমেন্ট জোন চিহ্নিত করে সেখানে হবে লকডাউন। কড়া লকডাউন করেই কমেছিল রাজ্যের সংক্রমণ ও মৃত্যু। এই সপ্তাহের শুরুতেই আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নেমে গিয়েছিলেন। এদিন আবার তা কাছাকাছি পৌঁছে গেল। বাড়ল মৃত্যুও। আর এর মধ্যেই সব থেকে বেশি আক্রান্ত এদিনও সেই উত্তর ২৪ পরগনা। তাও এখনও খোলেনি লোকাল ট্রেন ও সাধারণের জন্য মেট্রো। এদিন রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের।