মঙ্গলবার অনেকটাই নেমে গিয়েছিল রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা। কিন্তু রাত পোহাতেই নতুন পরিসংখ্যান আতঙ্কের কারণ হয়ে উঠছে। রাজ্যে আবারও ঊর্ধ্বমুখি কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮১৫ জন। যা গত দু’দিনের তুলনায় অনেকটাই বেশি। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। একদিনে মৃত্যু হয়েছে ১৪ জনের।