কিছুতেই বাগে আনা যাচ্ছে না রাজ্যের করোনা পরিস্থিতিকে। টানা বেশ কয়েকদিন দৈনিক করোনা সংক্রমণ রয়েছে সাড়ে সাতশোর উপর। এদিনও আক্রান্ত হলেন ৭৫১ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ হলেও খুব উচ্ছ্বসিত হতে নারাজ প্রশাসন। সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে সংক্রমণের আধিক্য। যেভাবে রাজ্য জুড়ে বিধিনিষেধ মানা হচ্ছে দীর্ঘদিন ধরে তার পরও এই সংক্রমণ তৃতীয় ঢেউয়ের অশনী সংকেত নয় তো! সব থেকে বেশি চিন্তায় রাখছে কলকাতা। এদিনও সেখানে আক্রান্ত হয়েছেন ১২৫ জন। উত্তর ২৪ পরগনায় ১২৪ জন। দার্জিলিং আবার উঠে এসেছে তৃতীয় স্থানে। সেখানে আক্রান্ত ৬০ জন। এদিন দৈনিক মৃত্যুতে শীর্ষে নদিয়া। সেখানে ৪ জন মারা গিয়েছেন।