গত ২৪ ঘণ্টায় ৭৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে শুধুমাত্র কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। এ ছাড়া, উত্তর ২৪ পরগনায় ১২৭ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। নদিয়ায় দৈনিক সংক্রমণ বেড়ে ৬৫ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। হাওড়ায় ৫১, দক্ষিণ ২৪ পরগনায় ৪৮ এবং হুগলিতে আক্রান্ত ৪৪ জন। এ ছাড়া, দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুরে ৩৯ জন করে সংক্রমিত হয়েছেন। পাশাপাশি, রাজ্যের প্রায় প্রতিটি জেলায় কমবেশি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১৫ লক্ষ ৬৫ হাজার ৬৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৬৭৪।