রাজ কাপুরের বাংলোর দখল নিল গোডরেজ প্রপার্টি

ভারতীয় সিনেমার সব থেকে বিখ্যাত পরিবার কাপুর পরিবার। যার মাথায় দীর্ঘদিন ছিলেন রাজ কাপুর। রনধীর, রাজীব ও ঋষি কাপুরের বাবা রাজ কাপুর। অভিনয়ের পাশাপাশি পরিচালনায় দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন। কিন্তু ধিরে ধিরে সেই পসার কমেছে। দীর্ঘদিন হল গত হয়েছেন রাজ কাপুর। ছেলেদের মধ্যে একমাত্র বেঁচে রয়েছেন রনধীর কাপুর। এই বিপুল সম্পত্তি সামলে রাখার মতো কেউ নেই। সে কারণেই রাজ কাপুরের বাড়ি বিক্রি করে দেওয়া হল গোডরেজ প্রপার্টি প্রাইভেট লিমিটেডের কাছে। মুম্বইয়ের চেম্বুরে অবস্থিত এই বাংলো। সেখানে লাক্সারি হাউজিং করার পরিকল্পনা রয়েছে সংস্থার। এর আগে আরকে স্টুডিও অধিগ্রহন করেছিল এই সংস্থাই। সেখানেও বড় প্রকল্প প্রায় তৈরি।